নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন খাতে টেকসই অর্থায়নের ইতিবাচক প্রভাব, অর্জন এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে WaterCredit National Impact Dissemination Workshop (ওয়াটারক্রডেটি জাতীয় প্রভাব প্রচার র্কমশালা) অনুষ্ঠিত হয়েছে। ইএসডিও কর্তৃক বাস্তবাায়িত এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা water.org– এর সহায়তায় পরিচালিত WaterCredit প্রকল্পের জাতীয় পর্যায়ের প্রভাব তুলে ধরাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বাংলার সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে তৃণমূল জনগোষ্ঠীর জীবন – জীবিকার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা ISO সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ” ইএসডিও”র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদিন অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন মো: মাহবুবুল ইসলাম,অতিরিক্ত সচিব (PRL), পরিকল্পনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ফিরোজ জামান, সুপারিনটেনডেন্ট, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আহসান হাবিব, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE), ঠাকুরগাঁও। কর্মশালায় সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG–6) অর্জনের অন্যতম পূর্বশর্ত। এ লক্ষ্য অর্জনে WaterCredit একটি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং মাঠপর্যায়ে পরীক্ষিত অর্থায়ন মডেল হিসেবে কাজ করছে, যা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

WaterCredit প্রকল্প বাস্তবায়নের ফলে লক্ষ্যভুক্ত এলাকায় নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থায় দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। প্রকল্পের মাধ্যমে ক্রমবর্ধমান সংখ্যক পরিবার নিরাপদ পানির সুবিধার আওতায় এসেছে এবং স্বাস্থ্যসম্মত ও জলবায়ু সহনশীল স্যানিটেশন সুবিধা স্থাপন সম্ভব হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি বিষয়ে জনগণের জ্ঞান ও দৈনন্দিন আচরণে ইতিবাচক পরিবর্তন এসেছে, যার ফলে পানিবাহিত ও স্যানিটেশনজনিত রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং সামগ্রিক জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটেছে।

এই প্রকল্প নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পানি সংগ্রহে সময় ও শ্রমের চাপ কমে যাওয়ায় নারী ও শিশুরা শিক্ষা, পরিবার ও উৎপাদনমূলক কাজে অধিক সময় দিতে পারছে। বিশেষ করে কন্যাশিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্যানিটেশন সুবিধা নিশ্চিত হওয়ায় নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা, মর্যাদা ও লিঙ্গসমতা আরও সুদৃঢ় হয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া তিন বছর মেয়াদি WaterCredit প্রকল্পের আওতায় এ পযন্ত ৩১,৬৭৭ জন ঋণগ্রহীতা সরাসরি উপকৃত হয়েছেন, যাদের মধ্যে ৯৭ শতাংশ নারী। প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহর এলাকায় নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত ও জলবায়ু সহনশীল ল্যাট্রিন স্থাপন, স্বাস্থ্যবিধি চর্চা বৃদ্ধি এবং স্থানীয় ওয়াশ উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নে সহায়তা প্রদান করা হচ্ছে।

এছাড়া WaterCredit প্রকল্প স্থানীয় পর্যায়ে WASH সেবা ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা বৃদ্ধিতেও কার্যকর অবদান রাখছে। স্থানীয় উদ্যোক্তা ও সেবাদাতাদের সম্পৃক্ত করার মাধ্যমে প্রকল্পটি টেকসই ও সমতাভিত্তিক পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়তা করছে, যা অর্থনৈতিক উৎপাদনশীলতা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উদ্বোধনী বক্তব্যে মো: মাহবুবুল ইসলাম বলেন, “নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা টেকসই উন্নয়ন ও জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য। WaterCredit-এর মতো উদ্ভাবনী অর্থায়ন উদ্যোগ স্থানীয় পর্যায়ে টেকসই সমাধান গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখছে।”

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ ফিরোজ জামান বলেন, “নিরাপদ পানি ও স্যানিটেশন জনস্বাস্থ্যের ভিত্তি। WaterCredit-এর মতো উদ্যোগ রোগ প্রতিরোধ, স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি মো: আহসান হাবিব বলেন, “সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সংস্থা ও স্থানীয় অংশীদারিত্বের মাধ্যমে টেকসই ওয়াশ ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব। WaterCredit মাঠপর্যায়ে একটি বাস্তবসম্মত ও কার্যকর মডেল হিসেবে প্রমাণিত হয়েছে।”

সভাপতির বক্তব্যে ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “ইএসডিও নিরাপদ পানি ও স্যানিটেশনকে মানবাধিকারের অংশ হিসেবে বিবেচনা করে। WaterCredit প্রকল্পের মাধ্যমে আমরা নারী নেতৃত্ব, জলবায়ু সহনশীল প্রযুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের সমন্বয়ে টেকসই সমাধান নিশ্চিত করতে কাজ করছি।”

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়নকর্মী, ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1  https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL 

https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com

Leave a comment

Recent posts

Quote of the week

"People ask me what I do in the winter when there's no baseball. I'll tell you what I do. I stare out the window and wait for spring."

~ Rogers Hornsby
Design a site like this with WordPress.com
Get started