

বাংলার সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে তৃণমূল জনগোষ্ঠীর জীবন – জীবিকার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা ISO সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক SMART প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ইকো-ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলায় প্রস্তাবিত উদ্যোক্তাদের চলমান কার্যক্রম এবং লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন Keisuke Iyadomi, কার্বন ফাইন্যান্স স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার, ওয়ার্ল্ড ব্যাংক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান স্যার, পিকেএসএফ-এর সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) মো. রওশন হাবীব এবং পিকেএসএফ-এর SMART প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী আবু হায়াত মো. রাহাত।


এ সময় প্রস্তাবিত উদ্যোক্তাগণ ও ইএসডিও’র সিনিয়র উন্নয়ন কর্মীবৃন্দ উপস্থিত থেকে তাঁদের উদ্যোগ, অগ্রগতি এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সকল বিষয় পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতে আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উদ্যোক্তাগন ।।।









DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL
https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com
Leave a comment