

বাংলার সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে সুদীর্ঘ দিন যাবৎ তৃর্নমূল জনগোষ্ঠীর জীবন – জীবিকার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা, আইএসও সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও )।।।
ইএসডিও “র মাইক্রোফাইন্যান্স কর্মসূচি ও পিকেএসএফ পুষ্ট ষাণ্মাসিক সমন্বয় সভা ইএসডিও’ র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড আইসিটি টীম লিডার জনাব শাশ্বত জামান। এছাড়াও ইএসডিও’র সংশ্লিষ্ট উন্নয়নকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সমন্বয় সভা শেষে নতুন বছর উপলক্ষে ইএসডিও’র পক্ষ থেকে কর্মকর্তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে ডায়েরি বিতরন করা হয়।
একই সঙ্গে কর্মদক্ষতা বৃদ্ধি ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম এর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জোনের জোনাল ম্যানেজারদের মাঝে নতুন গাড়ি হস্তান্তর করা হয়।











DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL
https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com

Leave a comment