

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত Regional Humanitarian Partnership Week (RHPW) Asia Pacific 2025–এ আজ ইকো–সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপিস্টোন ফেলো এনডিসি উপস্থাপন করেন “মানবিক সহায়তায় বৈশ্বিক প্রভাব সৃষ্টিতে স্থানীয় অর্থায়ন: NGO–MFI Resourced Pool Fund মডেল”।

উপস্থাপনায় তিনি তুলে ধরেন—বাংলাদেশ কীভাবে স্থানীয়ভাবে পরিচালিত মানবিক অর্থায়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, নিজস্ব সম্পদ ব্যবহার করে টেকসই ও ন্যায়সঙ্গত মানবিক সেবা নিশ্চিত করার বাস্তব অভিজ্ঞতা, NGO–MFI Resourced Pool Fund মডেল মানবিক উদ্যোগকে কীভাবে আরও শক্তিশালী, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে পারে, এই মডেল স্থানীয় সক্ষমতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ থেকে সারাবিশ্বে মানবিক ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের সম্ভাবনা সৃষ্টি করেছে যা বাংলাদেশের বুকে এক বিশেষ দৃষ্টান্ত।

এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইভেন্টে এশিয়া–প্যাসিফিক অঞ্চলের মানবিক কার্যক্রমে যুক্ত UN এজেন্সি, INGO, NGO, সিভিল সোসাইটি, একাডেমিয়া এবং বিভিন্ন আঞ্চলিক নেটওয়ার্ক অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ, ফিলিপাইন, পাকিস্তান, আফগানিস্তান এবং ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক।
ইএসডিও’র প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন
সংস্থার পরিচালক (প্রশাসন) অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং হেড অব ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স মো: আইনুল হক।
















DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL
https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com



Leave a comment