

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নভুক্ত রাণীগঞ্জ বাজার এলাকায় ১০ জন বাক প্রতিবন্ধী যুবক শীতে মানবেতর জীবনযাপন করছিল শীত মোকাবেলায় প্রয়োজনীয় গরম কাপড় ছিলনা তাঁদের। শনিবার ৬ ডিসেম্বর সকাল ৮ টার সময় উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদে ওই ১০ জন বাক প্রতিবন্ধীকে খুঁজে নিয়ে এসে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করে মানবিক দৃষ্টান্ত রেখেছেন চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন।
নতুন সোয়েটার পেয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দশ বাক প্রতিবন্ধী। বাকশক্তি না থাকলেও চোখে মুখে দেখা গেছে উচ্ছ্বাস এবং কৃতজ্ঞতা হাতের ইশারাতে বোঝানোর চেষ্টা করতে দেখা গেছে তাঁদের।

রাসেল,ফরিদ,আজিজুর,কবিরুল, নূর ইসলাম,মনির, হাসানুর,রহমান,মাসুদ ও মালেক এরা সবাই বাক প্রতিবন্ধী। সবাই আবার বন্ধু। দিনে যে যার মত ঘুরাঘুরি করলেও সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সকলে থাকে একত্রে। শীতের তীব্রতার সাথে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে এসব নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। মানবিক উদ্যোগ বা শীতবস্ত্র বিতরণে ভাটা পড়ায় তাদের কষ্ট আরও বেড়েছে।

এদিকে ব্যক্তিগতভাবে এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন জানান এরা সমাজের সবচেয়ে অবহেলিত অসহায় মানুষ। এদেরকে রক্ষনাবেক্ষন করা আমাদের দায়িত্ব। সমাজে এরা যাতে বোঝা না হয় সেদিকটা আমরা খেয়াল রাখবো এবং আগামীতে এদের জীবন জীবিকার মান উন্নয়ন করা যায় সে লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ।





DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL
https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com

Leave a comment