

দেশের সর্ব উত্তরে জেলা ঠাকুরগাঁওয়ের তৃর্ন মূল মানুষের জীবন – জীবিকার মান উন্নয়নে বিশেষ ভুমিকা রাখা প্রতিষ্টান ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান – সংস্থার পরিচালক (প্রশাসন) অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইনান্স ( ইএসডিও ) মোঃ আইনুল হক। ব্যাংককের বিখ্যাত অর্কিড নার্সারি ও টিস্যু কালচার ল্যাব পরিদর্শন করেন।
যেখানে বিভিন্ন রঙের ও প্রজাতির অর্কিড, উচ্চমানের টিস্যু কালচার স্যাপলিং, আকর্ষণীয় পটেড ফুল এবং অর্কিডভিত্তিক উপহার সামগ্রীর সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও বিরল অর্কিডের কারণে স্থানটি ফুলপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

ইএসডিও বাস্তবায়ন করছে অর্কিড চাষ উন্নয়ন প্রকল্প, যার মাধ্যমে আধুনিক প্রযুক্তিভিত্তিক অর্কিড উৎপাদন, টিস্যু কালচার ও বাণিজ্যিক চাষাবাদ আরও সম্প্রসারিত হবে। পরিদর্শনকালে প্রকল্পের সম্ভাবনা, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ইএসডিও বিশ্বাস করে-অর্কিড চাষের উন্নয়ন গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে প্রত্যাশিত ।।











DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL
https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com

Leave a comment