

বাংলার সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নের প্রতীক ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও )।। আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ISO সনদ প্রাপ্ত প্রতিষ্টানটি কয়েক দশক যাবৎ তৃণমূল জনসাধারণের জীবন – জীবিকার মান উন্নয়নে বিশেষ ভূমিকায় অবদান রেখে আসছে।
এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-কে প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৫” প্রদান করা হয়।

পদক গ্রহণ করেছেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপস্টোন ফেলো (এনডিসি) ।
পদক প্রদান করেন :-
- জনাব ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ, উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
- জনাবা ফরিদা পারভীন, উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

এই অর্জন ইএসডিও’র প্রাণিসম্পদ খাতে উদ্ভাবনী গবেষণা, প্রযুক্তি প্রয়োগ, কৃষক–উদ্যোক্তা উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনের ধারাবাহিক অগ্রযাত্রার এক অনন্য মাইলফলক।
ইএসডিও পরিবার, উন্নয়ন অংশীদার, স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, মাঠ পর্যায়ের টিম, কৃষক–কৃষাণী ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। এই অর্জন ইএসডিও কে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো গতিশীলতার সঙ্গে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদী সকল ইউনিটের কর্মকর্তা বৃন্দ।











DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL
https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com

Leave a comment