

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র RMTP প্রকল্পের আওতায় বাস্তবায়িত “ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ ভ্যালুচেইন উপ-প্রকল্প”-এর মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে আজ (১৮ নভেম্বর ২০২৫) এক গুরুত্বপূর্ণ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ২১৫ জন কৃষক ও কৃষাণীর মাঝে মোট ২৮ লক্ষ ৮০ হাজার টাকার চেক ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

প্রদত্ত প্রযুক্তি ও উপকরণসমূহ: IoT নির্ভর স্মার্ট মাটি ও পানি ব্যবস্থাপনা, সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প, নিরাপদ সবজি উৎপাদনের নেট হাউজ, জৈব বালাইনাশক তৈরির মেশিন, পিপিই, বাঁশের কঞ্চি কলম প্রদর্শনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মাজেদুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও। উক্ত আয়োজন সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার।
এসময় প্রকল্প সংশ্লিষ্ট উন্নয়নকর্মীগণ উপস্থিত ছিলেন।









DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL
https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com
Leave a comment