

২৬ অক্টােবর ২০২৫ – ইএসডিও পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় রংপুর নার্সিং কলেজে সিএনএইচপি’দের জন্য “মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি” বিষয়ক ৫ দিনের ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ জনাব মোছাঃ সুফিয়া বেগম এর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন জনাব ডাঃ এসএসএম হেজবুল্লাহ এমবিবিএস, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি, পিকেএসএফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, রংপুর জনাব ডাঃ শাহীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গংগাচড়া উপজেলা, জনাব ডাঃ আবু মোঃ আলেমুল বাসার।

উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ পজিরুল ইসলাম। সংস্থার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এমআইএস কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রাকিব জয়, কারিগরি কর্মকর্তা-সিএম মোছাঃ নূরশেদা আকতার, কারিগরি কর্মকর্তা-জীবীকায়ন অনুপ কুমার দাস, কারিগরি কর্মকর্তা-পুষ্টি মোঃ মাহবুবুর রহমান।










DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL
https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com
Leave a comment