

শনিবার ১৮ অক্টোবর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডঃ এজেডএম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন সকল জনসাধারণের উদ্দেশ্য করে অবহিত করেন যে নেতা জনগণের পাশে থাকবে, এলাকার উন্নয়নে কাজ করবে সার্বিক সমস্যাগুলো সমাধান করবে তেমন যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন। প্রত্যেকের ন্যায় আমারও একটি ভোট আছে। এই ভোটাধিকার সবার সমান অতএব দায়িত্বশীলভাবে তা প্রয়োগ করতে হবে। কেউ যদি লোভ বা প্রলোভন দেখায় তাতে যেন কেউ প্রভাবিত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। ভোটের দিন নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন যোগ্য প্রার্থীকে আপনার মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি আরও অবহিত করেন যে , প্রত্যেক মানুষকে নিজের আমলের হিসেব নিজেকেই দিতে হবে। কিয়ামতের দিন যার যার হিসাব তাকেই দিতে হবে। অথচ এখন কিছু চক্রান্তকারি মানুষকে বিভ্রান্ত করছে এবং জনসাধারণকে বলে বেড়াচ্ছে তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। এমন বিভ্রান্তিকর কথায় মানুষ যেন ঈমান দুর্বল না করে। যারা ধর্মের অপব্যাখ্যা করে জনগণকে প্রভাবিত করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।

তিনি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রতি গুরুত্বারোপ করে বলেন, আমাদের উচিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং সত্য ও ন্যায়ের পথে থাকা। ভোটের সময় বা রাজনীতিতে ধর্মকে হাতিয়ার করা নিয়মের পরিপন্থি।
উক্ত পথসভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মীগন ও সাধারণ জনগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আরোও অবহিত করেন যে অতীতের নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ভোট গ্রহন সম্পন্ন হতো ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে রাতের আঁধারেই ভোট গ্রহণ সমাপ্তি হয়েছে। কিন্তু এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সত্যিকারের জনগণের ভোটের নির্বাচন হবে যা বাংলার বুকে জাতীয় নির্বাচনের স্বচ্ছ দৃষ্টান্ত হয়ে থাকবে।

উক্ত সময়ে তিনি গরীব অসহায় হার্ড ফুটো হওয়া রোগে আক্রান্ত এক অসহায় শিশুর সুস্থতায় সব ধরনের সহযোগিতা ও চিকিৎসার দায়িত্ব গ্রহন করেন।








DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL
https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com
Leave a comment