

নির্বাচনকে ঘিরে অপ চেষ্টায় দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে এবং পাশ্বর্তী দেশ থেকে নির্বাচন নিয়ে উসকানি আসতে পারে সংসয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে বর্ণাঢ্য আনন্দ র্যালি শেষে এসব কথা বলেন তিনি এবং তাঁর নেতৃত্বে আনন্দ র্যালিটি বের হয়ে হিলি স্থলবন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথায় এসে সমপ্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন আরো বলেন, আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ, আইনশৃংখলার অবনতি না হয় সেজন্য চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। সম্প্রতি দেশে অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে প্রভাবিত করে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির করার চেষ্টা করছেন। এসব ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এক্যবদ্ধ জাতির কাছে কোনো ষড়যন্ত্র সফল হয় না বরং জনগণ বিজয়ী হয় অতএব সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দৃঢ়তার সাথে।

এসময় আনন্দ র্যালিতে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ শাহিনুর ইসলাম শাহীন মন্ডল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।






https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment