

মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) জলঢাকায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ইন্টিগ্রেটেড স্পন্সরশিপ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক জনাব মাশরুর সাহীদ হোসেন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাশফিয়া ইয়াসমীনের নেতৃত্বে একটি গবেষণা দল। বিশ্ববিদ্যালয়ের গবেষণার অংশ হিসেবে তাঁরা এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। আবু জাফর নূর মোহাম্মদ (হেড অফ ফিল্ড অপারেশন) এবং সন্তোষ কুমার তিজ্ঞা (হেড অফ এমইএল, ইএসডিও) এসময় উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা শিশু বিকাশ কেন্দ্র কার্যক্রম ও শিশুদের অগ্রগতি, অভিভাবকদের সাথে মতবিনিময়, একিভূত ওয়াশ ব্লক ও ইয়ুথ লার্নিং সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তাঁরা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া, কার্যক্রমের স্থায়িত্ব, কমিউনিটি ও স্থানীয় অংশীজনদের অংশগ্রহণ, আত্মবিশ্বাস, জ্ঞান ও দক্ষতার প্রসার সহ প্রকল্পের অংশীজনদের জীবন মানের গুনগত পরিবর্তন ইত্যাদি মাঠপর্যায়ে মূল্যায়ন করেন।
পরিদর্শন শেষে কমিউনিটি লার্নিং সেন্টারে একটি লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। এতে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে বিশ্লেষণ উপস্থাপন করা হয়। অধ্যাপক জনাব মাশরুর সাহীদ হোসেন ইএসডিও’র প্রতি গভীর ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “মাঠ পর্যায়ের এই ধরনের কার্যক্রম সরাসরি জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। শিশু বিকাশ, শিক্ষা, স্বাস্থ্যবিধি, তরুণদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন এসবই আমাদের দেশের মানবসম্পদ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে দেয়। এ সকল কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারছি, কীভাবে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটির ভিতর থেকে উদ্ভাবনী ও টেকসই পরিবর্তন আনতে পারে।

এই অভিজ্ঞতা শুধু আমাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞানকে সমৃদ্ধ করছে না, বরং জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও গবেষণার জন্য নতুন মাত্রা যোগ করেছে।”
প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।







https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL


Leave a comment