

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেকস্/ইপার এর সহযোগিতায় ২১ মে ২০২৫ তারিখে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে ঠাকুরগাঁও এ জেলার প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের আইনি সহায়তা সহজলভ্য করার লক্ষ্যে কর্মশালা হেকস্/ইপার ও ইএসডিও এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ঠাকুরগাঁও জেলার প্রান্তিক, দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ, প্রকল্প অংশগ্রহণকারীগণ, অ্যাডভোকেসি প্লাটফর্মের সদস্যগণ আইনি সহায়তা সহজলভ্য করার জন্য সেবাপ্রদানকারী কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন হেকস্/ইপার এর সহযোগী সংস্থা ইএসডিও-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান। প্রান্তিক, দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আইনি সহায়তা সহজলভ্য করার জন্য কর্মশালায় আলোচনা ও বক্তব্য রাখেন পাপন কুমার সরকার, টেকনিক্যাল অফিসার, রাইটস্ এন্ড এনটাইটেলমেন্ট, হেকস/ইপার, বাংলাদেশ, অসীম রায়, পার্টনারশীপ কোঅর্ডিনেটর, হেকস/ইপার, বাংলাদেশ, অ্যাডভোকেট মোঃ মকদুম সাব্বির মৃদুল, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, ঠাকুরগাঁও। #esdo

আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ জয়নাল আবেদীন, সভাপতি, জেলা আইনজীবী সমিতি, ঠাকুরগাঁও, অ্যাডভোকেট সারওয়ার হোসেন, জিপি, জেলা ও দায়রা জজ আদালত, ঠাকুরগাঁও, মো: আব্দুল আলীম, পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত, ঠাকুরগাঁও, জনাব মো: মজনু মিয়া, জেলা লিগ্যাল এইড অফিসার, (সিনিয়র সহকারী জজ) ঠাকুরগাঁও, জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ঠাকুরগাঁও, সমরেশ শীল , অতিরিক্ত জেলা ও দায়রাজজ, ঠাকুরগাঁও, জনাব ইশরাত ফারজানা, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও, জনাব মোহাঃ জালাল উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও, জনাব মো. জামাল হোসেন, জেলা ও দায়রা জজ এবং মাননীয় চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, ঠাকুরগাঁও।

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার, সরকারি আইনগত সহায়তা সেবার পরিধি এবং স্থানীয় পর্যায়ে সহযোগিতামূলক কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং তার সমাধানে কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা করেন কর্মশালার বক্তারা । #HEKSEPER #esdo












https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment