দীর্ঘ প্রায় তিন বছর যাবত চট্টগ্রামের ওয়াসার পানি সরবরাহের ক্ষেত্রে এলাকা ভিত্তিক বিভিন্ন  জটিলতা ও সমস্যায় প্রতিনিয়ত অসহনীয় ভোগান্তি  স্বীকার এলাকাবাসী।
অত্র জেলার ডবলমুরিং থানার অন্তর্গত দক্ষিণ পাহাড়তলী ঝর্ণা পাড়া এলাকায় প্রায় সময় ওয়াসার পানি সরবরাহে সমীকরণ মেলানোর ক্ষেত্রে  একরকম ধ্রুমজাল তৈরি/সৃষ্টি হচ্ছে।
এটি প্রায় তিন বছর যাবত সময় অতিবাহিত হতে চলেছে। এর পূর্বে সচরাচর দিনরাত পানি এমনিতেই আসতো। আজ প্রায় ৩ বছর যাবত এর কোনো চিরস্থায়ী সঠিক  সমাধান কেউই খুঁজে বের করতে সক্ষম হয়নি পানি সরবরাহ সংস্থা ওয়াসার
পানি সঞ্চালন বিভাগ না পারতেছে বিতরণ বিভাগ।

না পারতেছে স্বয়ং ওয়াসার কর্তৃপক্ষের প্রশাসন।

ধারনা করা হচ্ছে এই বিষয়ে বিন্দু মাত্র দায়-দায়িত্ব নেই তাদের।


পানি সঞ্চালন বিভাগের এক্সিয়ান জনাব মোঃ মামুন সাহেবের সাথে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার কমপক্ষে ১০ থেকে ১৫ বার মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি কিছুটা পানির ব্যবস্তা করে দেন সাময়িক ভাবে।

খোঁজ-খবরও নেন বলে জানিয়েছেন সেবা গ্রহীতারা
এটিও কিন্ত পর্যাপ্ত বা সন্তোষজনক বা তেমন কোনো  সমাধান নয়। কোনো সময় একান্ত অনুরোধ জানানো হলে তিনি বিষয়টি বিবেচনায় নেন ।


ফোন করে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার পানি দেওয়ার জন্য এই সঞ্চালন বিভাগে পানি আনাটা কি যুক্তিসঙ্গত  কিংবা উনাদের কাছে এতবার ধরনা দিয়ে অনুরোধ করে পানির প্রেসার বাড়ানোর জন্য অনুরোধ জানানোটা যৌক্তিক হচ্ছেনা বলে মনে  করছেন অত্র এলাকাবাসী।



দরবারে আল্ মূওাক্বীন ফাউন্ডেশন-বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ.জ.ম সেলিম জানান যে

গ্রাহকদের ওয়াসার কর্তৃপক্ষের পক্ষে সেবা দিবেন। কিন্তু সেই সেবা
যদি প্রতিনিয়ত ফোন করে করে রিকোয়েস্ট করে  অনুরোধ করে – অনুনয়-বিনয় করে  আদায় করতে হয তাহলে তো আপনাদের এই প্রতিষ্ঠানে চাকরি করে লাভ কি  সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে  নিজের দায়িত্বটা নিজেরা যদি ঠিকমতো পরিচালনা করতে না পারেন তাহলে চেয়ারে বসার দরকারও নেই বলে মতামত পোষণ করেছেন গ্রহীতাগন।


বিশেষ করে সুশীল সমাজের
জ্ঞানী ও বিবেকবানদের বিবেকের কাছে এই প্রশ্ন থাকা উচিত  আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে  আমি / আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি। আল্লাহর দরবারে আমি ঠিক আছি..?
আমি আল্লাহ ও রাসূলে করীম (দ:) সন্তুষ্টির জন্য  নামাজ পড়লাম। কিন্তু ওই নামাজ যদি আমার ব্যক্তিগত জীবনে কর্মজীবনে এর বাস্তব প্রতিফলন না ঘটে তাহলে কি নামাজ আমার শুদ্ধ হবে।নামাজ পড়া হয়েছে কিন্তু কায়েম হয় নাই। নামাজ যেমন শুদ্ধ করে পড়তে হয় ঠিক তেমনি এটিকে বাস্তবে কায়েম করার জন্য সচেষ্ট থাকতে হয় অন্যথায় এটা নিছক পড়া হবে কিন্তু কায়েম হবেনা। আমাদের সবাইকে সেটি বুঝতে হবে। তদ্রুপ হালাল কর্ম হালাল রুজিও ঐ এবাদতের একটি অংশবিশেষ। আলহামদুলিল্লাহ।
এলাকার বৃহত্তর জনগোষ্ঠীকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভোগান্তিতে অথিষ্ঠ।


চীপ ইঞ্জিনিয়ার মাকসুদ সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি সব ব্যবস্তা করে দিয়েছি।
আবার তিনিও নাকি উনার এলাকায় ঠিক মত পানি পান না। মোটামুটি কথা হলো আমরা সবাই নেতা  তবে নীজ দায়িত্বে কেহই সোচ্চার ভূমিকা পালন করতে সামর্থ্য নই। যদিও আমরা সবাই সু-শিক্ষিত
কোন্ এলাকায় কতটুকু পানির প্রেশার সরবরাহ করতে হবে সেটি গ্রাহক জানার কথা নয়। সেটি সঞ্চালন ও বিতরণ বিভাগ তারাই বিষয়টি অবশ্যই জানেন। গ্রাহক তার সেবা নিয়মতান্ত্রিকভাবে পেলেই সন্তুষ্ট। অপারেশন কাজে সমস্যা থাকতেই পারে। সেটি ভিন্ন কথা সেটি তো সবসময় নয়।
তাই বলে “প্রেশারের” নামে প্রহসন করাটা মোটেই যুক্তিযুক্ত বিষয় নয়।

মনে রাখতে হবে পানি হচ্ছে একটি “মানবতাওোর জীবন মান” নিয়ে চলার একটি অন্যতম বাহন ও মাধ্যমে।
আমরা আপনাদের কাউকেই কোনো রকম দোষারোপ করছি না কিংবা আপনাদের ব্যর্থতাও বলছি না।
আপনাদের হয়তোবা চেষ্টার কোন ত্রুটি নাই কিন্তু তারপরেও বিষয়টি আরেকটু ভেবে দেখার জন্য একান্তভাবে আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল।
আশা করছি উক্ত বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  সুশীল সমাজ জ্ঞানী ও বিবেকবানগন যথাযথ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হবেন বলে প্রত‍্যাশা রাখছেন দরবারে আল্ মূওাক্বীন ফাউন্ডেশন-বাংলাদেশের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ.জ.ম সেলিম।


https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com

DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1  https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment

Recent posts

Quote of the week

"People ask me what I do in the winter when there's no baseball. I'll tell you what I do. I stare out the window and wait for spring."

~ Rogers Hornsby
Design a site like this with WordPress.com
Get started