

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর “বাংলাদেশ রুরাল ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্ট প্রজেক্ট (BD Rural WASH for HCD)” এর আওতায় তিনদিন ব্যাপি কার্যক্রম পরিদর্শন করেন জনাব মোঃ কাজী আজাদ উজ-জামান, আইভিসি বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের (পিকেএসএফ) পরিচালক। পরিদর্শনকালে তিনি নীলফামারী জেলার ডোমার ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, স্যানিটেশন ব্যবস্থাপনা এবং পানির সুষ্ঠু ব্যবহার বিষয়ে চলমান কার্যক্রম পর্যালোচনা করেন মাঠ পর্যায়ে ।

প্রকল্পের আওতায় ইতোমধ্যেই উক্ত অঞ্চলে স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এবং এসব কাজ স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করছে।
পরিদর্শন শেষে, সহযোগী সংস্থার এনজিও প্রতিনিধিদের সাথে ত্রৈ-মাসিক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল অংশগ্রহণকারীদের সাথে প্রকল্পের অগ্রগতি এবং মাঠ পর্যায়ের কাজের চ্যালেঞ্জ সমুহ নিয়ে আলোচনা করা হয়। পরিদর্শনকৃত কার্যক্রমের ভিত্তিতে দিক নির্দেশনা এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন মোঃ কাজী আজাদ উজ জামান – পরিচালক (পিকেএসএফ )








https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment