

২০ এপ্রিল ২০২৫ ইং দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন আলিহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার অফিসে এক ব্যক্তি উপস্থিত হয়ে নিজেকে ডিএসবি(DSB)-এর ডিটেকটিভ ব্রাঞ্চ(Detective Branch-DB) পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত কাগজপত্র যাচাইসহ নিয়োগ প্রক্রিয়া ভেরিফিকেশন করার দাবি করেন। উক্ত ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে মাদ্রাসার প্রধান শিক্ষক বিষয়টি হাকিমপুর থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। এরপর অফিসার ইনচার্জ দ্রুততার সাথে বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে এসআই(নিঃ) মাহাফুজার রহমান ও এএসআই(নিঃ) মাসুদসহ একটি টিম প্রেরণ করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।জিজ্ঞাসাবাদে সে তার নাম-
মোঃ ওমর ফারুক (৩০),
পিতা- মোঃ আমিন উদ্দিন,
ঠিকানা- পাঁচপুর হাজীপাড়া,
থানা- দিনাজপুর সদর,
জেলা- দিনাজপুর বলে জানায়।
উক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে একজন ভুয়া পুলিশ সদস্য হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন।
এছাড়া, আলিহাট এলাকার জনৈক মমিনুর রহমান (৩৪), পিতা- মোঃ আনসার আলী, ঠিকানা- আলীহাট, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর-এর কাছ থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের নাম করে ৬,০০০/- (ছয়) হাজার টাকা অবৈধভাবে গ্রহণ করেছেন বলে জানায়।
হাকিমপুর থানা পুলিশ উক্ত ব্যক্তিকে গ্রেফতার করে থানায় এনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেছেন। যার মামলা নং-১৭, তাং-২০/০৪/২০২৫ খ্রি.




https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment