

২০ এপ্রিল ২০২৫ খ্রিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের অবসর এবং নবাগত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ঘোড়াঘাট, দিনাজপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল আল মামুন কাওসার শেখ, সহকারী কমিশনার (ভূমি), ঘোড়াঘাট, দিনাজপুর এবং জনাব মোঃ নাজমুল হক, অফিসার ইনচার্জ, ঘোড়াঘাট থানা, দিনাজপুর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ সাজ্জাদ হোসেন, চেয়ারম্যান, ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ, ঘোড়াঘাট, দিনাজপুর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য ও সদস্যাগণ, গ্রাম পুলিশ, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই বিদায়ী এবং নবাগত কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা প্রকাশ করেন এবং অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও অর্থবহ করে তোলেন।

অনুষ্ঠানে বক্তরা অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মোঃ ইউনুছ আলীর বিদায়বেলায় বক্তারা বলেন—তিনি শুধু একজন দায়িত্বশীল কর্মচারী নন, ছিলেন এই ইউনিয়নের নিরব অতন্দ্র প্রহরী। দীর্ঘ কর্মজীবনে তিনি তাঁর নিঃস্বার্থ সেবা, অটুট দায়িত্ববোধ ও মানবিক আচরণ দিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সংকটের সময় সাহস, আর শান্ত সময়ে বিনয়—এই দুইয়ের অপূর্ব সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন ইউনিয়নের আস্থা ও নির্ভরতার প্রতীক। তাঁর কর্মগাঁথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে প্রেরণার বাতিঘর। বক্তরা আরো বলেন, তার অবদান, কর্মনিষ্ঠা ও নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন। ইউনিয়নের প্রতিটি সংকটে, প্রতিটি প্রয়োজনে মোঃ ইউনুছ আলী যেভাবে সাহসিকতা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন, তা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর অমূল্য অবদান এই ইউনিয়নের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নবাগত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আহাসানুল হক সরকার-কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা তাকে একজন কর্মদক্ষ, সৎ ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে, তার যোগদানে ইউনিয়নের সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।

তারা বলেন, জনাব আহাসানুল হক সরকারের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্ব ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। নতুন দায়িত্ব পালনের পথচলায় ইউনিয়নবাসীর সর্বাত্মক সহযোগিতা তার পাশে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
জনাব আহাসানুল হক সরকার তাঁর স্বাগত বক্তব্যে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের কল্যাণ এবং সেবার মানোন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মোঃ ইউনুছ আলীকে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠাপূর্ণ ও দায়িত্বশীল কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা, সৌজন্য উপহার এবং নগদ অর্থ প্রদান করা হয়।
একইসাথে নবাগত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আহাসানুল হক সরকার-কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য উপহার দিয়ে আন্তরিকভাবে বরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জ মহোদয়গণের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সৌজন্য উপহার প্রদান করা হয়।
সবশেষে, অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ সাজ্জাদ হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment