বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, রাজধানীর আদাবর এ ইএসডিও’র কনফারেন্স রুমে – এডুকো বাংলাদেশ এবং ইএসডিও-এর যৌথ উদ্যোগে ৩টি কারিগরি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ঢাকা শহরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত যুবদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি বিষয়ক ‘Leveraging youth employment in Bangladesh through improving their employability and competitiveness to fit with the 21st century job market (LIFT)’ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), জিনজিয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর সঙ্গে এডুকো বাংলাদেশ ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর পুনরায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুর রহিম, ডিরেক্টর অফ প্রোগ্রাম, এডুকো বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে ছিলেন মোঃ জিল্লুর রহমান, ফাইন্যান্স কন্ট্রোলার এন্ড হেড অফ কমপ্লায়েন্স, ইএসডিও । আরও উপস্থিত ছিলেন শাহরিয়ার মাহমুদ, হেড অফ টিভেট, ইএসডিও- যিনি প্রকল্পটির কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবক, এডুকো এবং ইএসডিও-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত ৩০০ জন যুব’র (১৬-২২ বছর বয়সী) কর্মদক্ষতা বৃদ্ধি করা এবং তাদের জন্য ২১ শতকের চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। উক্ত উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসেবে যুবদের আধুনিক চাকরির বাজারে উপযোগী করে তুলতে বিভিন্ন ট্রেডে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এর আয়োজন করা হবে। বিকেটিটিসি, জিনজিয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর সমঝোতার ফলে এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াটি আরও সুদৃঢ় এবং কার্যকর হবে। এ সময় বক্তারা বলেন, এই প্রকল্পটি ঢাকার যুব সমাজের কর্মসংস্থানের সম্ভাবনা প্রসারিত করবে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।

জনাব, আবদুর রহিম বলেন, “লিফট একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, যা নির্বাচিত অংশগ্রহণকারীদের কারিগরি এবং সফট স্কিল উন্নয়নের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। এই ত্রিপাক্ষিক সহযোগিতা উক্ত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “এই যৌথ উদ্যোগটি আমাদের তরুণদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের নতুন দ্বার উন্মোচন করবে। এটি শুধুমাত্র তাদের জীবিকা উন্নত করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।”

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বর্তমান কর্মসংস্থানের বাজার ক্রমাগত পরিবর্তনশীল হওয়ায় কারিগরি দক্ষতার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (TVET) ইনস্টিটিউটসমূহের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগও দিন দিন বাড়ছে।

তাদের প্রত্যাশা, লিফট প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত যুবরা তাদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি শোভন কাজের সাথে সম্পৃক্ত হতে পারবে যা স্থানীয় অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন ভূমিকা রাখবে এবং বেকারত্ব মোচনে বিশেষ ভুমিকা রাখবে।

https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com

DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1  https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment

Recent posts

Quote of the week

"People ask me what I do in the winter when there's no baseball. I'll tell you what I do. I stare out the window and wait for spring."

~ Rogers Hornsby
Design a site like this with WordPress.com
Get started