
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল ২০২৫ তারিখ ২১০৫ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন বনখুর এলাকা হতে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ জুলহাস (৩২), পিতা-মৃত শাহাজাহান, সাং-আরাফাত নগর, থানা-সদর, জেলা-জয়পুরহাট এবং ২। মোঃ কাজল ইসলাম (৩১), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-পশ্চিম কোড়িয়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট দ্বয়কে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামী জুলহাস এবং কাজল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী জুলহাস এবং সোহাগ এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।গত ১৪-০৪-২০২৫ তারিখ জয়পুরহাট জেলার সদর থানাধীন বনখুর এলাকায় মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জুলহাস এবং কাজল কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীদ্বয়ের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561 https://dhnchannel24news.wordpress.com
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment