
অভিযান ০১:
বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্পের কার্যাদেশ প্রদান ও প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম কর্তৃক বাংলাদেশ রেল খাতের অন্তত ৩০ হাজার কোটি টাকার প্রকল্পের কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার কর্তৃক বাস্তবায়িত চিনকি আস্তানা-আশুগঞ্জ ক্ষতিগ্রস্ত রেলপথ সংস্কার প্রকল্প, দোহাজারি-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্প, কাশিয়ানী-গোপালগঞ্জ রেলপথ নির্মাণ ও আখাউড়া -লাকসাম রেলপথ নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাপ্ত রেকর্ডপত্রের তাৎক্ষনিক পর্যালোচনায় দেখা যায় যে, প্রায় ২৯৯ কোটি টাকার চিনকি আস্তানা-আশুগঞ্জ প্রকল্পের সুনির্দিষ্ট অভিজ্ঞতা চাহিদা ছিল বিগত পাঁচ বছরের মধ্যে ৫০ কিমি রেলপথ নির্মাণ ও ১১০ কোটি টাকার একই কাজ সম্পাদনা এবং ১৪০ কোটি টাকার বাৎসরিক টার্নওভার।

অন্যদিকে প্রায় ৬২৮ কোটি কাশিয়ানী-গোপালগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্প যোগ্যতা ছিলো বিগত ১০ বছরে একই প্রকৃতির ২০ কিমি রেলপথ নির্মাণের দুটি চুক্তির কার্য সম্পাদন যার মূল্যমান ৩০০ কোটি টাকা ও যেকোনো তিন বছরের ৩০০ কোটি টাকার বাৎসরিক টার্নওভার। বর্ণিত কাজ দুটি এককভাবে পায় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু, উক্ত সময়ে প্রতিষ্ঠানটির আর্থিক যোগ্যতা চুক্তি অনুযায়ী ছিলনা মর্মে প্রাথমিকভাবে টিমের নিকট প্রতীয়মান হয়।

সার্বিক পর্যালোচনায় ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর -এর মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে অনৈতিক প্রক্রিয়ায় কার্যাদেশ প্রদান করা হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এছাড়াও আখাউড়া -লাকসাম ও দোহাজারি-কক্সবাজার প্রকল্প সহ ম্যাক্স গ্রুপের অন্যান্য প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র চাওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যাদি প্রাপ্তিসাপেক্ষে যাচাই ও বিশ্লেষণপূর্বক টিম একটি পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।

অভিযান ০২:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর -এ ড. ওয়াজেদ আন্তর্জাতিক রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট -এ কার্যক্রম পরিচালনা না করেই বেতন ভাতা উত্তোলন করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উক্ত রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট সরেজমিনে পরিদর্শন করা হয়। এনফোর্সমেন্ট টিম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টারের সাথে সাক্ষাতপূর্বক তথ্য-উপাত্ত সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র, উপাচার্য ও রেজিস্টারের বক্তব্য এবং সরেজমিন পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়েছে। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনান্তে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
#এনফোর্সমেন্ট_টিম_অভিযান



https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment