
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৬ জানুয়ারি রোববার বেলা ১১টায় হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সন্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নার্গিস আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কাস্টম এক্সসাইজ ভ্যাট কমিশনারেন্টের যুগ্ম কমিশনার শাহেদ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন হিলিস্থল বন্দর আমদানী ও রফতানী গ্রূপের সভাপতি ও সাবেক হাকিমপুর পৌর মেযর মো. সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, হিলি সি এন এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহিনুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. এ এস এম রেজা বিপুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সি এন্ড এফ ব্যবসায়ী মো. জাবেদ হোসেন রাসেল, আমদানী ও রফতানী গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, হাকিমপুর থানার তদন্ত ইন্সপেক্টর এস এম জাহাঙ্গীর আলম, হিলি ইমিগ্রেসন ওসি এস আই আরিফ হোসেন, ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেনসহ হিলিস্থল বন্দরের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ এবং প্রিন্ট ও মিডিয়ায় সকল সাংবাদিক বৃন্দ।


https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment