আমাদের সিনিয়র প্রতিনিধি মাহবুব হোসেন মেজরের তথ্য ও চিত্রে ডেক্স রিপোর্টঃ-

আসন্ন রমজানে নিত্যপন্যের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রনে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন ও বন্দরের আমদানি রফতানিকারক সিআ্যন্ডএফ এজেন্ট,কাস্টমস ও বন্দর কতৃপক্ষের সাথে বৈঠক করেছে বাংলাদেশ প্রতিযোগীতা কমিশন।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ প্রতিযোগীতা কমিশনের উপপরিচালক ও সিনিয়র সহকারী সচিব দীনেশ সরকার এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল হিলি স্থলবন্দরে আসলে প্রশাসন ও বন্দর কতৃপক্ষ তাদের শুভেচ্ছা জানান। পরবর্তীতে হিলি স্থলবন্দরের সন্মেলন কক্ষে স্থানীয় আমদানি রফতানিকারক,সিআ্যন্ডএফ এজেন্ট,কাস্টমস ও বন্দর কতৃপক্ষের নিয়ে মতবিনিময় করেন। সভায় প্রতিযোগীতা আইন ২০১২ ও বাংলাদেশ প্রতিযোগীতা কমিশনের কার্যাবলী বিষয়ক বিভিন্ন আইন সম্পর্কে অবগত করেন।

সেই সাথে আমদানিকৃত পণ্য বন্দরে মজুদ রেখে বাজারে সরবরাহ ব্যাঘাত সৃষ্টি করে দাম না বাড়ানোর কথা জানান। এটি করা হলে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানান কতৃপক্ষ। এসময় বন্দরের ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি রফতানি করতে বিভিন্ন সমস্যার বিষয়গুলি তুলে ধরে তা সমাধানের দাবী জানান। পরে তিনি বৈঠক শেষে হিলি স্থলবন্দর পরিদর্শন করেন ও এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়,বাংলাদেশ প্রতিযোগীতা কমিশনের সহকারি পরিচালক নাজমুল হোসেন, নুর উদ্দিন যোবায়ের, হিলি শুল্ক স্টেশনের সহকারি কমিশনার নার্গিস আক্তার,হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সুজন মিঞা, হিলি স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপের সভাপতি ও সাবেক হাকিমপুর পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারন সম্পাদক নাজমুল হক, সি এ্যান্ড এফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক প্রভাষক শাহিনুর ইসলাম, শ্রমিক নেতা মোঃ আলহাজ্ব ওমর আলী মল্লিক, সোহেল রানা, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।

https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL
Leave a comment