
মাহবুব হোসেন মেজরের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টঃ-
বিএনপি জনগনের দল। বিএনপি কখনোই মানুষকে কষ্ট দেয় না। আমরা সব সময় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
সারাদিন ব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর নবাবগন্জ ও ঘোড়াঘাটের ৪ উপজেলায় প্রায় ১০ হাজার শীতার্থ দুস্থ ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এই কম্বলগুলি এসব মানুষদের মাঝে বিতরণ করেন।

এসময় হাকিমপুর উপজেলা শাখা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন সহ ৪ উপজেলার বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL
Leave a comment