০৯ সেপ্টেম্বর ২০২৪ হাকিমপুর দিনাজপুর


দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাধীন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বানিজ্যে সার্বিক প্রতিবন্ধকতা গুলো গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান বন্দরের সংশ্লিস্ট সকল ব্যবসায়ীগন। একইসঙ্গে ব্যবসা-বানিজ্য প্রসারিত সহ বন্দরের রাস্তাঘাটের বেহাল অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য বিষয়টি অন্তর্বর্তী সরকারের গুরুত্বতার সাথে আমলে নেয়া প্রয়োজন বলে মনে করেন উপস্থিত সকল ব্যবসায়ীগন।

৯ সেপ্টেম্বর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় লগ্নে ব্যবসায়ীগন এই বিষয়গুলি উপস্থাপন করে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এই মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার নার্গিস আক্তার হিলি স্থল শুল্ক স্টেশন।
সি এন্ড এফ এসোশিয়েসনের সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. মুশফিকুর রহমান চৌধুরী, সি, এম মানিক মিয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম মন্ডল ও যুগ্ম সাঃ সম্পাদক এস এম বিপুল আহমেদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ , সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও শাসসুল হুদা সহ সকল ব্যবসায়ীগন।।

বন্দরের সিএন্ডএফ এজেন্ট বতর্মান পরিস্থিতি পর্যালোচনায় বলেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর হলেও কাস্টমস সহ বিভিন্ন সংস্থার বৈষম্যের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য সচ্ছলতার সঙ্গে উন্নয়ন বাস্তবায়িত সম্ভব হয়নি।
হয়রাণী ও আর্থিক লোকসানের কারনে ব্যবসায়ীগন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হন।
ফলে ক্রমশ স্থবির হয়ে পড়ে বন্দরের ব্যবসা বানিজ্য ফলে সরকারও বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে । সভায় অনেক আমদানি যোগ্য পন্য এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে যে বিধি নিষেধ দেওয়া হয়েছে তা অবিলম্বে তুলে নিয়ে ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা করতে দেওয়ার আহবান জানানো হয়।

বিগত সময়ের আলোকে উপস্থাপিত হয় যে
পুর্বে প্রায় ৪০০ ট্রাক এর উপরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক আসলেও বতর্মানে এসব সমস্যার কারণে আসছে প্রায় ৪০/৪৫ টি ট্রাক।
সুতরাং যেসব কারণে ব্যবসা বানিজ্য বাঁধাগ্রস্ত হচ্ছে সেসব সমস্যা নিরসন ও সমাধানের জন্য উদ্যোগ গ্রহন করা হয় ও বন্দরকে ব্যবসাবান্ধব করার লক্ষে সব ধরনের ব্যবস্থা গ্রহন করার মাধ্যমে পণ্য আমদানি বা রপ্তানিতে সকল প্রতিবন্ধকতার নিরসনে অন্তর্বর্তী সরকারের সর্বাত্বক সহযোগিতা কামনা করা হয়।


https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment