০৯ সেপ্টেম্বর ২০২৪ হাকিমপুর দিনাজপুর

 

Dhn আজকের বাংলাদেশ

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাধীন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বানিজ্যে সার্বিক প্রতিবন্ধকতা গুলো গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান বন্দরের সংশ্লিস্ট সকল ব্যবসায়ীগন। একইসঙ্গে ব্যবসা-বানিজ্য প্রসারিত সহ বন্দরের রাস্তাঘাটের বেহাল অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন‍্য বিষয়টি অন্তর্বর্তী সরকারের গুরুত্বতার সাথে আমলে নেয়া প্রয়োজন বলে মনে করেন উপস্থিত সকল ব‍্যবসায়ীগন।

Dhn আজকের বাংলাদেশ ;-

৯ সেপ্টেম্বর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় লগ্নে ব্যবসায়ীগন এই বিষয়গুলি উপস্থাপন করে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এই মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার নার্গিস আক্তার হিলি স্থল শুল্ক স্টেশন।

সি এন্ড এফ এসোশিয়েসনের সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন  সহ-সভাপতি মো. মুশফিকুর রহমান চৌধুরী, সি, এম মানিক মিয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম মন্ডল ও যুগ্ম সাঃ সম্পাদক এস এম বিপুল আহমেদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ , সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও শাসসুল হুদা সহ সকল ব‍্যবসায়ীগন।।

dhn24tv.com

বন্দরের সিএন্ডএফ এজেন্ট বতর্মান পরিস্থিতি  পর্যালোচনায় বলেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর হলেও কাস্টমস সহ বিভিন্ন সংস্থার বৈষম্যের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য সচ্ছলতার সঙ্গে উন্নয়ন বাস্তবায়িত সম্ভব হয়নি।

হয়রাণী ও আর্থিক লোকসানের কারনে ব্যবসায়ীগন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হন।

ফলে ক্রমশ স্থবির হয়ে পড়ে বন্দরের ব্যবসা বানিজ‍্য ফলে সরকারও বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে । সভায় অনেক আমদানি যোগ্য পন্য এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে যে বিধি নিষেধ দেওয়া হয়েছে তা অবিলম্বে তুলে নিয়ে ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা করতে দেওয়ার আহবান জানানো হয়।

Dhn আজকের বাংলাদেশ ;-

বিগত সময়ের আলোকে উপস্থাপিত হয় যে

পুর্বে প্রায় ৪০০ ট্রাক এর উপরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক আসলেও বতর্মানে এসব সমস্যার কারণে আসছে প্রায় ৪০/৪৫ টি ট্রাক।

সুতরাং যেসব কারণে ব্যবসা বানিজ‍্য বাঁধাগ্রস্ত হচ্ছে  সেসব সমস্যা  নিরসন ও সমাধানের জন্য উদ্যোগ গ্রহন করা হয় ও বন্দরকে ব্যবসাবান্ধব করার লক্ষে সব ধরনের ব‍্যবস্থা গ্রহন করার মাধ্যমে পণ্য আমদানি বা রপ্তানিতে সকল প্রতিবন্ধকতার নিরসনে অন্তর্বর্তী সরকারের সর্বাত্বক সহযোগিতা কামনা করা হয়।

https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561

DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1  https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment

Recent posts

Quote of the week

"People ask me what I do in the winter when there's no baseball. I'll tell you what I do. I stare out the window and wait for spring."

~ Rogers Hornsby
Design a site like this with WordPress.com
Get started