দিনাজপুর জেলা প্রতিনিধি মোকারম হোসেনের তথ্য ও চিত্রে ডেক্স রিপোর্ট :-

দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি ১এর গ্রাহক পরিচালক বোর্ডের সভাপতি,সহ সভাপতি ও এলাকা পরিচালকের বিরুদ্ধে বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের পদত্যাগ ও এলাকা পরিচালক বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুত সমিতি ১এর ইলেকট্রিশিয়ান কল্যান সমিতির সদস্যরা।
মঙ্গলবার (২৭আগষ্ট) সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় পল্লী বিদ্যুত সমিতির প্রধান কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধনে অংশ নেয় ১৩উপজেলা থেকে আগত পল্লী বিদ্যুত সমিতি ১এর ইলেকট্রিশিয়ান কল্যান সমিতির সকল সদস্য বৃন্দ।

পল্লী বিদ্যুত গ্রাহক পরিচালক সমিতির সভাপতি মন্জুমান আরা, সহ সভাপতি মোঃ মশিউর রহমান ও এলাকা পরিচালক সাজ্জাদুল ইসলামের একাধিক অনিয়ম ও অভিযোগ এনে ইলেকট্রিশিয়ান কল্যান সমিতির জুলফিকার আলী বলেন বিগত সরকারের আমলে স্থানীয় এমপির ছত্র ছায়ায় থেকে দিনের পর দিন অনিয়ম ও দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। যখন তখন যাকে তাকে জিম্মি করে চাকুরি কেড়ে নেওয়ার ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। এমন একজন ভুক্তভোগী সুলেন চন্দ্র রায়,
ইলেকট্রিশিয়ান ফয়জার রহমান, রানীবন্দর সাব জোনের ইলেকট্রিশিয়ান রফিকুল ইসলাম, আরও বেশ কিছু ব্যাক্তি
তাদের নির্যাতনের শিকার হয়েছেন।

এসব দুর্নীতিবাজ পরিচালক পর্ষদের সভাপতি,সহ সভাপতি ও এলাকা পরিচালকের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ ও তাদের পদত্যাগের জোর দাবী জানিয়ে বিক্ষোভ করেন এবং জিএম এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রিশিয়ান কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ভুট্টো, সদস্য মোঃ বেলাল হোসেন, ভুক্তভোগী ফয়জার রহমানসহ প্রমুখ ।

https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
Contact us +8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1https://www.facebook.com/profile.php?id=100077407860881&mibextid=ZbWKwL

Leave a comment