
দিনাজপুর জেলা প্রতিনিধি মোকারম হোসেনের তথ্য ও চিত্রে ডেক্স রিপোর্টঃ
দিনাজপুর পল্লী বিদ্যুৎ গ্রাহক পরিচালক সমিতি-১এর
সহ সভাপতি মশিউর রহমান ও এলাকা গ্রাহক পরিচালক মোঃ সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে।
পল্লী বিদ্যুত সমিতি ১এর ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি জুলফিকার আলী সহ স্হানীয় এলাকার বিভিন্ন ব্যাক্তিদের মাধ্যমে জানা গেছে দৈনিক মজুরি ভিত্তির নিরাপত্তা প্রহরী সুলেন চন্দ্র রায়কে চাকুরিতে পুনঃবহালের আশ্বাস দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করলে সুনেল চন্দ্র বাধ্য হয়ে গরু ছাগল বিক্রি করে সে দুই লাখ টাকা দেবার পরেও তাকে চাকুরি না দিয়ে তার জায়গায় অন্যজনকে চাকুরি দিয়েছে।


এছাড়া আরও স্হানীয় সহজ সরল লোকদের চাকরি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এসব ঘুষ দুর্নীতি ও অনিয়ম করায় স্থানীয় জনসাধারণ এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ষ্টাফগন তাহাদের চাকরি হতে অপসারনের দাবিতে বিক্ষোভ করেছেন।


এ বিষয়ে শুনেন বাদী হয়ে দিনাজপুর সদর কোতয়ালী থানায় ২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
+8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451 https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1 https://www.tiktok.com/@dhnchannel24?_t=8pAKSfcMXre&_r=1

Leave a comment