দিনাজপুর জেলা পুলিস :-

জেলা পুলিশ দিনাজপুর :-
থানায় আগত সেবা প্রার্থীদের জন্য জিডি, অভিযোগ, মামলা গ্রহণ সহ সার্বিক কার্যক্রম অব্যাহত আছে।
এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনায় জেলা ট্রাফিক নিষ্ঠার সাথে কাজ করছে।
ডিএসবি কার্যক্রম- পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, ভিআর তদন্ত সহ অন্যন্য কার্যক্রম অব্যাহত আছে।
প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে থানা পুলিশের মোবাইল টিম টহল দিচ্ছে। সর্বসাধারণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা , দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে পুলিশ কাজ করছে । জেলা পুলিশ, দিনাজপুর জেলার প্রত্যেকটি থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা বদ্ধপরিকর ।

আপনার এলাকার যে কোন ধরণের অপরাধ সংক্রান্ত তথ্য নিকটতম থানায় সরবরাহ করে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার।



https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
+8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451

Leave a comment