
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা :- ৫ জুলাই ২০২৪ শুক্রবার বাংলার সর্ব উত্তরের জেলা
দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন।

শুক্রবার ৫ জুলাই ভোর ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্ঘটনা কবলিত এলাকার সাধারণ জনগন সর্বাত্বক ভাবে সহযোগিতায় এগিয়ে আসেন এবং উদ্ধার কাজে অংশ গ্রহন করেন।

https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
+8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451

Leave a comment