
আজ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা পরিষদে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অনুদান হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১ হাজার ৩০জন কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার, ধান ও পেয়াজের বীজ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় হিলি পৌরসভা মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম সহ অত্র উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Dhn বাংলার জনপদে :-
অত্র উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ অবহিত করেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার কৃষকদের চাষাবাদে উন্নয়ন ও আধুনিকায়নে যেসকল পদক্ষেপ ও পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন যা ইতিপুর্বে বাংলার ইতিহাসে বিরল। বর্তমানে বাংলাদেশ সরকার কৃষিখাতকে বিঞ্জান সম্মত ভাবে আধুনিকায়নে বিভিন্ন রকম পদক্ষেপ ও কর্মসূচি হাতে নিয়েছে যা বাংলার কৃষিখাতকে এক বৈপ্লবিক পরিবর্তনে তরান্বীত করবে উপকৃত হবে বাংলার সকল স্তরের কৃষক ও কৃষিখাত।
https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
+8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451

Leave a comment