
মূল প্রতিপাদ্য বিষয় গুলি ছিল ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন রকম কার্যক্রমের মাধ্যমে সর্বপরি সামাজিক ও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটলে সচেতনতা ও সংবেদনশীলতার সাথে গনমাধ্যম অথবা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, হিলি পৌরসভা মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,বীর মুক্তি যোদ্ধা শামসুল আলম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সা: সম্পাদক আনোয়ার হোসেন বুলু, বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান সদরুল ইসলাম, খট্টা মাধব পাড়া ইউনিয়নের চেয়ারম্যান কাওছার রহমান সহ অত্র উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

ডেমোক্রেসিওয়াচ এর দিনাজপুর ডিস্ট্রিক কো অর্ডিনেটর মো: কামরুজ্জামান এরhttps://dhnchannel24.news.blog/wp-content/uploads/2024/06/img_20240611_120902_8126415791180558805210.jpg দিক নির্দেশনায় অত্র সংগঠনে সকল সদস্য, মাঠকর্মীগন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
+8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451

Leave a comment