

দিনাজপুর কান্তজিউ মন্দির প্রাঙ্গনে বিংশতি (২০) সহস্রাধিক কন্ঠে পবিত্র “শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ” অনুষ্ঠান :-
dhn24tv.com

প্রকাশিত,২৮, এপ্রিল,২০২৪
মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
গত সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, শ্রী নারায়ন চন্দ্র চন্দ, এমপি দিনাজপুর কান্তজিউ মন্দির প্রাঙ্গনে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার)। পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় মন্ত্রী মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন।
দিনাজপুর কান্তজিউ মন্দির প্রাঙ্গনে বিংশতি (২০) সহস্রাধিক কন্ঠে পবিত্র “শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ” ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, শ্রী নারায়ন চন্দ্র চন্দ, এমপি মহোদয়।
গীতা পাঠ অনুষ্ঠানে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন কান্তজিউ মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
DHN CHANNEL 24 ###News @
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
+8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451
দিনাজপুর নিউজ আপডেট

Leave a comment