মাহবুব হোসেন মেজরের তথ্য চিত্রে ডেক্স রিপোর্টঃ

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ গোর-এ-শহীদ ময়দান দিনাজপুরে ঈদ-উল-ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষ্যে গত ০৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ দুপুর ১টায় গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান পরিদর্শন করেন দিনাজপুর জেলার সন্মানিত পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার)।
পরিদর্শন শেষে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপি এম(বার( সাংবাদিকদের বলেন, ঈদগাহ ময়দানজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। নিরাপত্তা পর্যবেক্ষণ করতে ওয়াচ টাওয়ার ছাড়াও পুলিশের তৎপরতা সাদা পোশাকে অব্যাহত থাকবে। আমরা নিরাপত্তা ব্যাবস্থাকে ঢেলে সাজাচ্ছি। মেটাল ডিটেক্টর, আর্চওয়ের মাধ্যমে চেকিং হয়ে মুসুল্লিরা মাঠে প্রবেশ করবে। ময়দানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। আশা করি নিরাপদে নির্বিঘ্নে মুসুল্লিরা নামাজ আদায় করে ঘরে ফিরতে পারবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ অনেকেই উপস্হিত ছি্লেন।

https://www.facebook.com/khan.bd.967?mibextid=ZbWKwL
https://www.youtube.com/@dhnchannel5561
#DHN CHANNEL 24 ###News @
DHN television ◆ DHN Creative studio.
Managing director :-
Jahangir khan
+8801919433231
https://www.facebook.com/khan.bd.967
Gmail :- Khanbd575@gmail.com
https://www.facebook.com/DHN-Channel-100207438394451

Leave a comment