
আজ মঙ্গলবার দুপর সাড়ে ১২ টায় দিনাজপুর জেলার হাকিমপুরের হিলি কাষ্টমস্ সি এন এফ এসোসিয়েশন কার্যালয়ে হাকিমপুর পৌরসভার পৌর সফল মেয়র ও হিলি স্হল বন্দর সি এন এফ এসোসিয়েশনের সভাপতি মোঃ জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে ভারত-বাংলাদেশ যৌথ আলোনাসভা ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে ২ দেশের সন্মানীত অতিথী বৃন্দ উপস্হিত ছিলেন।
বাংলাদেশের সন্মানীত অতিথীদের মধ্যে উপস্হিত ছিলেন মোঃ হারুন-উর-রশিদ হারুন, চেয়ারম্যান হাকিমপুর উপজেলা পরিষদ,সভাপতি হিলি স্হল বন্দর,আমদানী ও রফতানী কারক গ্রুপ, রেজা হুমায় ফারুক টৌধুরী, সভাপতি, দিনাজপুর চেম্বার অফ কমার্স মোঃ আব্দুর রহমান লিটন, সদস্য, জেলা পরিষদ, দিনাজপুর, সাধারন সম্পাদক, হিলি স্হল বন্দর সি এন্ড এফ এসোসিয়েশন মোঃ শাহিনুর রেজা শাহিন, ভাইস চেয়ারম্যান, হাকিমপুর উপজেলা পরিষদ, ও যুগ্ন সাধারন সম্পাদক সি এন এফ এসোসিয়েশন।

ভারতীয় সন্মানীত অতিথী বৃন্দদের মধ্যে উপস্হিত ছিলেন
মোঃ আলা উদ্দীন মন্ডল,সহ-সভাপতি হিলি এক্সপোর্টার এন্ড কাষ্টমস্ ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন হিলি, দিনাজপুর,ভারত।
শ্রীঃ রাজেশ আগার ওয়ালা (পাপ্পু), সহ-সভাপতি, ইন্ডিয়া হিলি এক্সপোর্টার কাষ্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশন, হিলি, দঃ দিনাজপুর,ভারত।
ডাঃ নবকুমার দাস, আহবায়ক, বালুরঘাট,হিলি, গাইবান্দা, মহেন্দ্রগন্জ,তুবা করিডোর কমিটি, হিলি,বালুরঘাট, দক্ষিন দিনাজপুর,ভারত।


Leave a comment