Eng

By using this site, you agree to our Privacy Policy.OK

ভিডিওছবিভিডিও

ঢালিউড

জীবনের শেষ ৪০ মিনিট, কী হয়েছিল আহমেদ রুবেলের

নিজে গাড়ি চালিয়ে বেলা সোয়া ৫টায় বসুন্ধরা সিটিতে পৌঁছান আহমেদ রুবেল। বেজমেন্টে গাড়ি রেখে হাঁটতে গিয়ে হুট করে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর বেলা ৫টা ৫৮ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। রুবেলের জীবনের শেষ ৪০ মিনিটে কী ঘটেছিল?

মকফুল হোসেন


  1. বাংলাদেশ
  2. অপরাধ
  3. বিশ্ব
  4. বাণিজ্য
  5. মতামত
  6. খেলা
  7. বিনোদন
  8. চাকরি
  9. জীবনযাপন

ঢাকা

আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৩০ 

ফলো করুন

 আহমেদ রুবেল

আহমেদ রুবেলখালেদ সরকার

গাজীপুরের ছায়াবীথির বাড়ি থেকে হাতে সময় নিয়েই বের হয়েছিলেন আহমেদ রুবেল। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে তাঁর ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার শো ছিল।

আহমেদ রুবেলই গাড়ি চালাচ্ছিলেন। পথে উত্তরা থেকে ‘পেয়ারার সুবাস’–এর নির্মাতা নূরুল আলম আতিককে গাড়িতে তুলে নেন; সঙ্গে একজন সহকারী পরিচালকও ছিলেন। যাত্রাপথে অনেকটা খোশমেজাজেই ছিলেন রুবেল।

রাস্তায় তেমন জ্যাম ছিল না; নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক আগে সোয়া ৫টার দিকে বসুন্ধরা সিটিতে পৌঁছান তিনি। গাড়ি থেকে নেমে সহকারী পরিচালক স্টার সিনেপ্লেক্সে চলে যান।

 আহমেদ রুবেল

আহমেদ রুবেলখালেদ সরকার

গাড়ি নিয়ে সোজা বসুন্ধরা সিটির বেজমেন্টে ঢুকলেন রুবেল। গাড়ি পার্ক করে বেজমেন্টের রাস্তা ধরে হাঁটছিলেন। বেজমেন্ট থেকে লিফটে চেপে স্টার সিনেপ্লেক্সে যেতে চেয়েছিলেন। হাঁটতে হাঁটতে লিফট থেকে খানিকটা দূরে হুট করে পড়ে যান রুবেল। পাশের দেয়ালে ধাক্কা লেগে মাথায় আঘাত পান।

পাশে থাকা নির্মাতা আতিক, বেজমেন্টে দায়িত্বরত নিরাপত্তারক্ষী মাসাদুল হকসহ আরও কয়েকজন এগিয়ে আসেন।

Eng

By using this site, you agree to our Privacy Policy.OK

ভিডিওছবিভিডিও

ঢালিউড

জীবনের শেষ ৪০ মিনিট, কী হয়েছিল আহমেদ রুবেলের

নিজে গাড়ি চালিয়ে বেলা সোয়া ৫টায় বসুন্ধরা সিটিতে পৌঁছান আহমেদ রুবেল। বেজমেন্টে গাড়ি রেখে হাঁটতে গিয়ে হুট করে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর বেলা ৫টা ৫৮ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। রুবেলের জীবনের শেষ ৪০ মিনিটে কী ঘটেছিল?

মকফুল হোসেন

ঢাকা

আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৩০ 

ফলো করুন

 আহমেদ রুবেল

আহমেদ রুবেলখালেদ সরকার

গাজীপুরের ছায়াবীথির বাড়ি থেকে হাতে সময় নিয়েই বের হয়েছিলেন আহমেদ রুবেল। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে তাঁর ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার শো ছিল।

আহমেদ রুবেলই গাড়ি চালাচ্ছিলেন। পথে উত্তরা থেকে ‘পেয়ারার সুবাস’–এর নির্মাতা নূরুল আলম আতিককে গাড়িতে তুলে নেন; সঙ্গে একজন সহকারী পরিচালকও ছিলেন। যাত্রাপথে অনেকটা খোশমেজাজেই ছিলেন রুবেল।

রাস্তায় তেমন জ্যাম ছিল না; নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক আগে সোয়া ৫টার দিকে বসুন্ধরা সিটিতে পৌঁছান তিনি। গাড়ি থেকে নেমে সহকারী পরিচালক স্টার সিনেপ্লেক্সে চলে যান।

 আহমেদ রুবেল

Leave a comment

Recent posts

Quote of the week

"People ask me what I do in the winter when there's no baseball. I'll tell you what I do. I stare out the window and wait for spring."

~ Rogers Hornsby
Design a site like this with WordPress.com
Get started