বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর,গাইবান্ধা জেলার কৃষক ভাইয়েরা সাবধান,
শুধু তাই নয় বাংলাদেশের সকল কৃষকদেরই সাবধানে থাকতে হবে।
প্রায় প্রত্যেকটা ধানের জমিতে রাসেল ভাইপার পাওয়া যাচ্ছে!! এই সাপ কামড় দেওয়ার ৮০-৯০ মিনিটের মধ্যে এন্টিভেনম না দিলে মৃ’ত্যু নিশ্চিত।অন্যান্য সাপ মানুষ দেখলে ভয়ে পালায়,আর এই সাপ মানুষ দেখলে দ্রুত গতিতে কামড় দিতে আসে।

তাই সব কৃষক ভাইয়েরা সাবধান হোন।
ধান কাটার আগের দিন জমিতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন,আর জমিতে যাওয়ার আগে গামবুট পরে যাবেন এবং রাসেল ভাইপার পাওয়া গেলে রেস্কিউ না করে মেরে ফেলা উত্তম কারণ এরা একেবারে ৪০/৫০ টা বাচ্চা প্রসব করে বংশ বিস্তার করে অতি দ্রুত।
সবাই আশেপাশের কৃষকদের সচেতন করে দিবেন।
জনস্বার্থে DHN

https://www.facebook.com/khan.bd.967?mibextid=eHce3h
https://www.facebook.com/profile.php?id=100036868106060&mibextid=2JQ9oc
https://www.youtube.com/@dhnchannel5561
https://www.instagram.com/khan.bd.967?igsh=YnMwY2YwbnBlbWZ1

Leave a comment