হিলি (দিনাজপুর): মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের বিএসএফ, কাস্টমস ও ইমিগ্রেশনকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি, কাস্টমস ও ইমিগ্রেশন।

শনিবার হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রাজেস দেওয়ার হাতে ৪ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম। এসময় ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তার হাতে মিষ্টি উপহার দেন হিলি কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা।

সুবেদার অহিদুল ইসলাম বলেন, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Dhn24tv.com

Leave a comment

Recent posts

Quote of the week

"People ask me what I do in the winter when there's no baseball. I'll tell you what I do. I stare out the window and wait for spring."

~ Rogers Hornsby
Design a site like this with WordPress.com
Get started