১৯৫৬ সালে আমার “হারকিউলিস”
সাইকেল এ এই রকম হেডলাইট
লাগানো হতো।
৫০ এর দশকে আমাদের দেশে ২টি ব্রান্ড এর সাইকেল পাওয়া যেতো।
১. হারকিউলিস,(USA).
২. B. S. A.(England)
নতুন, দাম২২৫/- টাকা ছিল।
DHN
কষ্ট ছিল তবে সুখটা ছিল স্বর্গীয়।।।
যা বতর্মানের লাখো সুখে সে স্বর্গীয় স্বাদ আর মেলেনা।


Leave a comment